1. admin@janatarchandpur.com : admin :
  2. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪৪৪ বার পঠিত

কে.এম. হাছান ।। শিক্ষকদের চেয়ে মা-বাবাকে শিশুদের প্রতি যত্নশীল বেশী হতে হবে। শিশুদের সবচেয়ে বড় শিক্ষক তার মা ও বাবা। শিশুরা সঠিকভাবে বেড়ে উঠার জন্য প্রথমত বাবা-মাকেই দায়িত্ব নিতে হবে। বড় বড় বিলাস বহুল দালান কোঠা থাকলেই যে প্রাতিষ্ঠানিক সফলতা আসে তা কিন্তু নয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মেলিত ঐকান্তিক প্রচেষ্টাই পারে প্রাতিষ্ঠানিক সফলতা ও শিক্ষার্থীদের সাফল্য এনে দিতে। জীবনের পথযাত্রায় এতোটা সময় এসেও আমি এখনো শিখি, আমাদের জীবনের সকল যাত্রায় নতুন নতুন ক্ষেত্রে শিখে নিজেকে সমৃদ্ধ করতে হবে। পড়াশোনার পাশাপাশি অত্যাবশ্যকীয়ভাবে শিশুদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। যথাযথ নিয়মে খাদ্যাভ্যাসের দিকে দৃষ্টি রাখতে হবে। কারণ খাবারের উপর নির্ভর করবে আপনার সন্তানের বেড়ে ওঠা, মেধা, সৃজনশীলতা এবং সুস্বাস্থ্য। আরেকটা কথা, অসুস্থ হলেই প্রাইভেট হাসপাতালে না গিয়ে আপনার নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেবা নিন, কারন সেই সেবাটুকু আপনাদের জন্যই বরাদ্ধ । লেখাপড়ার পাশাপাশি সন্তানদের স্বাস্থ্য সচেতনতায় প্রত্যেক অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন’র সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মো. তসলিম উদ্দিন।

 

উপজেলার সৃজনশীল প্রতিষ্ঠান ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির অভিভাবকদের সাথে শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। একাডেমির সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আবুল কাশেম ফারাবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহম্মেদ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাসান গাজী, অভিভাবক মো. তসলিম হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা সুপারেন্টেড আলহাজ্ব রিয়াজ আহমেদ ফরিদী, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন, সিনিয়র শিক্ষক ফখরুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।

 

২০২২ সালে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষায় ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি হতে অংশগ্রহণ করা ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন বৃত্তি পায়। ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির পক্ষ থেকে এদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাদের হাতে বৃত্তির টাকা, সনদ এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উক্ত প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো. আল আমিন।

 

সভার শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরন করে নেন প্রধান শিক্ষক মাওলানা মো.জাকির হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost